ধর্ষিত
মোঃ মোমিনুল হক আরাফাত
বিবেক তো আজ ধর্ষত সু-বিচার নাই দেশে,
মানুষের কল্যানে মানুষ কথাটা বেশ মানায়,
নিজেকে নিয়ে এত ব্যাস্ত যে,
টোকায়ের খবর নে কী করে?
কতযে বিচিত্র এ ধরা কত করুণ জীবন,
বেশ দেখেছি চোখে,
তাইতো নাই জীবনের স্বাদ মনে।
একি পৃথিবীতে জন্ম একি আকাশের নিচে বিচরণ,
তবু রয়ে গেল ব্যবদান,
কারো কপালে জটে রাজ প্রাসাদ,
কারো ভাগ্য আছে রাজ পথ।
দু ভেলা খাবার জটেনা যাঁদের,
চোখ পুরে ঘুম হবে কী করে তাঁর?
তাঁদের খবর কে আর নে?
জীবন নিয়ে এত ব্যস্ত যে!
এই নিদারুণ দৃশ্য দেখেছি চোখে,
তাইতো হতে চাই না আলোকিত।
সূর্য ডুবে অন্ধকার নামিল,
তবু জ্বলনাত সন্ধ্যা দীপ টোকায়ের ঘরে,
কী করে হবে যে তাঁরা আলোকিত?
আলোতো চোখে দেখেনাই কভু!
সামাজও আজ ধর্ষিত গর্ভে ধরেছে প্রতরণা।
মানুষকে আজ পূণ্য বানিয়ে বিত্রি করে, দিবা রাত্রি।
আজ বড় হৃদয়ের মানুষ তাঁরা,
যারা মুখে বলে বড় বড় কথা।
দেনা আহার তুলে অনহারির মুখে।
রুখে দাঁড়া আজ বাংলার দামাল ছেলেরা,
পাল্টয়ে দে প্রতারকের চেহেরা।
১০ চৈত্র ১৪২১ বাংলা,
২৫-৩-২০১৫ ইংরেজি