বিলীন
মোঃ মোমিনুল হক আরাফাত
হৃদয় আমার ক্ষত বিক্ষত হয়ে গেল,
স্বপন আমার হয়ে গেল বিলীন।
আমি দেখিনা স্বপন বাঁধিনা ঘর,
ভাবিনা তুমি যে আমার আপন!
তবু কেন জানিনা বারে বারে-
মনে পড়ে স্বার্থ পর বন্ধু তোমায়,
আমার আহত হৃদয় খুঁজে তোমায়,
জানিনা কেন তুমি করে ছিলে এমন।
যারে তুমি স্বপ্ন দেখিয়ে ছিলে-
করে ছিলে আপনের চেয়ে আপন,
কোন সে মায়াটানে ভেঙ্গে দিলে
তাহারি মন।
কত সুখ পেলে বলো-
আমায় পুড়িয়ে।
আমার দু চোখের স্বপন ভেঙ্গে দিয়ে,
কারে দেখাবে স্বপন?
শত বার চেষ্টা করেছিলাম,
ভুলে যেতে তোমায়।
আহত হৃদয় বলে
ভুলে যা তারে-
যে গেল কঁদিয়ে তোঁকে।
অভার্দ এ হৃদয় শুনো নাত  কোন বারণ,
তারা বলে
যত দিনরবে এ দেহে প্রাণ,
তত দিন গাইব তোমারি জয় গান।
৩০-ভাদ্র ১৪২১ বাংলা
১৫-৫-২০১৪