ভিড় ঠেলে
মোমিনুল হক আরাফাত
ভিড় ঠেলে-ঠেলে উঠিতে চেয়েছি শিখরে,
তবে পারি নি উঠিতে,
কারো পদ-ধূলি লেগে আছে পিঠে।
পিছু ফিরে দেখি না আর;
যে জীবন গেছে চলে।
অতীত আমার সুখের ছিল,
ভবিষ্যৎ বড় কঠিন।
মানুষ হতে চেয়েও হতে পারি নি আজো।
মানুষ কারে বলে?
কী করে হয় মানুষ?
অর্থ প্রাচুর্য ক্ষমাতার বলে,
সবি এখন চলে।
মানবতা-মনুষ্যত্ব এ সবি
ঘুমিয়ে পড়িল তটে।
ক্লান্ত ভরা দেহ আমার,
ক্লান্তকর মন,
তবু লাগে না বিতৃষ্ণা জীবন।
সবি অসত্যকে মেনে নিতেও
দ্বিধা বোধ হয় না এখন।
আমি মানুষ নই
আমি মানুষ হতে চেয়েও,
হতে পারিনাই তখন
জীবন চেয়েও বারে-বারে,
দেখি না জীবন কারে বলে।
খাঁছায় বন্ধি করা পাখির মতো,
বন্ধি হয়েছি জীবন কারাঘারে
ইচ্ছার ঘুড়ি সে তো অনিচ্ছায় ঘুরে
আহত বুকেরি পাঞ্জরে।
এই তো জীবন এইতো হলো ভূবন,
১৬ চৈত্র ১৪২৩ বাংলা,
৩০-৩-২০১৭ বাংলা