আশ্রমের দেওয়াল তাংঃ-৫-৬-২০১৩
মোমিনুল হক আরাফাত
তোরি ছলনায় পড়ে,
ক্ষত বিক্ষত হয়ে গেল এ হৃদয়,
তবু কেন ভাবি আজো তোকে-
জানি না নিজে।
কত প্রতীক্ষা কত অভিমান-
সবি তো গিয়েছি ভুলে।
এখন হলোরে সময়-
শেষ কেয়া পাড়ি দেওয়ার।
মরণ আমায় বলে
পেলি না তুই তারে-
শুধু গেলি বৃত্তা জীবন করে।
করো নাই ঘর করনাই সংসার,
পড়ে আছ এই বৃদ্ধা আশ্রমে।
আশ্রমের চারি দেওয়াল বলে-
আমায় চিৎকার দিয়ে।
হলো নাত মিলন তারি সাথে,
গিয়েছ তলে সাগরের লোনা জলে।
এই জানালা দিয়ে মৃদু হাওয়া এসে বলে,
আছেরে তারা কত সুখে;
আমি তো আছি এই বৃদ্ধা আশ্রমে।
আজো আমি বলি চিৎকার করে ,
সে তো আছে আমারি বুকেরি পাঞ্জরে।
এলবাম-প্রেম হীন এ হৃদয়-২৮