আহ্বান
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
ফিরে এসো ওগো! আবার এই মায়াময় দিগন্তে,
যেও না-গো কভু দূরে সরে আমারি বুক শূন্য করে।
কত স্বপ্ন যত পেরণা সবি বিপলে যাবে গো-
যদি নাহি এসো ফিরে।
উদিত রবি ডুবে যাবে কোন সে ভুলে?
তোমার যাওয়াতে ডুবে গেল রবি-
………………..আমারি ভূবনে।
সন্ধ্যা দীপ হয়ে আলোকিত করে যাও,
একবার ফিরে এসে অন্ধ হৃদয়ের বদ্ধ দার।
অবেলায় যদি ডুবে যাই রবি-
জীবন তো থমকে যাবে।
ফিরে এসো ওগো! ফিরে_ আহত হৃদয়ে
ব্যাতিত হৃদয়ে ব্যথার ঝড় উঠেছে গো,
তুমি যদি ফিরে নাহি এসো থামবে নাত কভু।
জীবন যৌবন সবি সপেছি তোমারি চরণে
চাই না তোমায় কাছে পেতে,
দেখিতে চায় না-গো নয়ন ভরে।
শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখিতে চায়
  ওগো বন্ধু তোমায়!
হৃদয়ের মাঝে আছো তুমি লুকিয়ে,
হৃদয়ের চোখ দিয়ে দেখি তোমায় ভিবুর ভাবে।
ফিরে এসো বন্ধু! ফিরে_
ভয় কী হয় কভু তোমার?
আমি তোমার পথের কাঁটা হব?
তাই কী গিয়েছ দূরে সরে?
যদি তাই গো ভেবে থাক-
শেষ করে দিব নিজেকে আজ।
বন্ধু আমি তো অন্ধ হয়েছি বহু আগে,
তোমারি চোখের আলোদিয়ে
আলোকিত হয়েছিল ভূবন আমার।
তোমারি পেরণা নিয়ে আজো পাড়ি দি এক একটি প্রহর
বি-নিদ্র রাত কত কষ্টের, বুঝেছি তোমায় দূরে ঠেলে,
ফিরে এসো বন্ধু! ফিরে এসো আহত বুকে।
অবেলায় যেও না’গো দীপ নিভিয়ে দিয়ে,
আমি নিজেকে নিয়েছি বুঝিয়ে-
তোমায় নিয়ে আঁকবনা আর আলপনা,
করবনাত কভু কল্পনা তোমায় নিয়ে-
যদিও নিজের আজান্তে কভু করে থাকি
তাও বুঝিবেনা েহ
বুকের ব্যথা বুকেতে রাখিব লুকিয়ে।
কেউ দেখিতে পাবে নারে এই ব্যথা,
কেউ বুঝিতে পারিবেনা হৃদয়ের মাঝে,
তূমি তো আছো ঘুমিয়ে।
ফিরে এসো ই- ফিরে এসো!
সুস্ত সবল হয়ে।
আবার লিখে যাও, আবার দেখে যাও স্বপন।
মওলা রেখে যাও তুমি তাঁরে এই সুন্দর ভূবনে,
নিয়ে যাও এই নিশ্বাস হীন প্রাণটাকে,
নিয়ে নাগো কভু তাঁরে,
হে মরণ ছুঁয় না কভু তাঁরে।
৩০শে মাঘ ১৪২২ বাংলা,
১২ই ফ্রেব্রুয়ারী ২০১৬ ইংরেজী
এলবামঃ স্মৃতির পাতায় ইতি-২