আগুন ঝরা রূপ
মোমিনুল হক আরাফাত
আগুন ঝরা রূপে তোমার হয়েছি পাগল পারা
এ কী রূপ তোমার? এ কি বিধাতার দান?
কী করে ভুলি তোমায়? কী করে করব আপন?
তুমি তো অবেলায় দীপ নিভিয়ে দিলে
এ কেমন ছলনা হলো জানি না নিজে।
ফাগুনের আগুন ঝরা রূপে হয়েছি গো মুগ্ধ,
আমারি আকাশে তুমি উদিত হয়ে ছিলে,
জ্যোস্নাময় চন্দ্র হয়ে।
কখন জানি না নিজে ঘিরে রেখেছিল
তোমায় এক রাশ কালো মেঘে।
প্রতীক্ষার প্রহর শেষ হলো না আজো-
আজো যায় নি তো সে মেঘ সরে-
আজো দেখা দিলে না মাঘের আঁড়ালে
আজো আসলে না তুমি ফিরে।
একি আগুন ঝরা রূপ তোমার?
পাগল না হয়ে কী থাকা যায়?
কেন তুমি হলে না আমার?
কেন অবেলায় গেল-
সূর্য আমার ডুবে।
একি রূপের জলকানি? এ কি স্রষ্টর উপহার?
অঙ্গে তোমার এ কি রূপের পাহাড়?
কেন তুমি হলে না আমার??
কে বলে তুমি কবি?
আমি তো দেখি তুমিই কবিতা।
গোলাপের পাঁপড়ির মতো চোখ তোমার-
দেখি হয়েছি মুগ্ধ।
একি রূপ একি মায়া তোমার অঙ্গে,
অন্ধ দু চোখেও ফিরে পাবে আলো-
যদি পড়ে তোমার ছায়া।
মৃত্যু আত্নার উপরে পড়েছে তোমার ছায়া
তাই তো হয়েছে জাগরিত।
একি নেশাই মাতাল হয়েছি?
তুমিই ছিলে আমার আকাশ,
তুমিই ছিলে আমার প্রেরণা,
কখনো করো না আমায় হেলা।
এ-কি রূপের জলকানি দেখালে আমায়?
আমি তো এখন পাগাল পারাই।
তুমি তো ছিলে আমার নীলিমা,
তোমরি নীল চোখে দেখেছি কত স্বপন-
তোমায় নিয়ে লিখেছি কত যে কবিতা-
তুমি তো জানো না-
এ কেমন নিয়তির অবহেলা?
কেন তুমি হলে না আমার?
কেন তুমি হারালে দূর আকাশে?
আহাত এ বুকে বিরহের ঝড় তুলে।
১৯শে মাঘ ১৪২২ বাংলা
১ ফেব্্রুয়ারী ২০১৬ ইংরেজী
এলবামঃ স্মৃতির পাতায় ইতি -১