অন্ধকারে নিঃসঙ্গ হয়ে কাঁদতে হয়,
স্বচ্ছ আলোয় সবার মাঝে হাসতে হয়।
কভু অশ্রু হতে করতে হয় সাহস সঞ্চয়,
তবু অজানা থাকে কর্মের জয়-পরাজয়।
এই সবই অদৃশ্য সত্তার অবোধগম্য রীতি,
চলতি নাটকের নট হয়েও অজানা সব নীতি।