যাই নেয় কেউ অবচয় মগজে,
তাই নেয় কেউ অতিশয় সহজে।
যেই কর্ম সাধনে কেউ হয় বিজেয়,
সেই কর্ম সাধনে কেউ রয় অজেয়।
সম মঞ্চে ব্যক্তি ভেদে হয় নব্য কীর্তি,
মর্ম তঞ্চে কৃত্য সাধনে রয় ভ্রম ভর্তি।