তার কোনও নাম নেই ,
তবু সে দিয়ে গেল বসন্তের বিশ্বাস ।
কেউ কোত্থাও নেই ,
কাছেই ফুটে আছে দু-একটা নিঝুম ফুল ।
পায়ে হাঁটা পথ ছেড়ে
নেমে যাই ওই ঢালুর ওপর ।
নাম না-জানা নদীর খোঁজের মত ,
এমনিই বাঁক নি ওদিকে -
গা-ছমছমে টিলার প্রশ্রয়
আমাকে হাতছানি দেয় ,
জিজ্ঞেস করে, বাড়ির খবর ।
নি সঙ্গ মাতালের মত আমিও
দিক ভুল করে হেসে ফেলি ,
হাত তুলে জানান দি
“আর কিছু নয়,
খালি একমুঠো ভোর ” ।
লাল পলাশ মাখা পথকে
নরম শরীরের মত ভালবেসে
পা-বাঁচিয়ে পা-বাঁচিয়ে
ফিরে যাই ;
অহংকারী সেই নদীর ভেতর :
উন্মাদ ঢেউ এর তালে তালে
ফুটে ওঠে, মুছে যায়
আমার এই , বসন্ত-দুপুর ।