সমুদ্রের বুকের মতো ফুলে উঠল -
আমার  অভিমান ।

তুমি বললে , “আজ আসি "।


সারাদিন ঘুরেছি আমরা পুকুর ধারে ;
হেঁটেছি রেললাইন ধরে , -
নির্জন সেই বনের ভিতরে ।
ছুঁয়েছি হাত, হাতের আঙুলে ;
ভিজে ঠোঁট থেকে সরিয়ে দিয়েছি , -
রক্তিম-আভা ।


তুমি ক্লান্ত শরীরে
ঘুমিয়ে পড়েছ সেই গাছেদের নিচে ।
ভেসে থেকেছি দু-জনে ,
মাগুর মাছের মত  - স্থির হ’য়ে
তপ্ত সেই দুপুরের বুকে !


রং-মাখা পাখিদের দল
ফিরে ফিরে
নিয়ে গেছে আমাদের টিফিন ।
আমরা রহস্য গল্পে ফিরিয়ে এনেছি
তিনকাল : –

বয়স গিয়েছে বেড়ে
মেঘে মেঘে ;
তবুও সকাল হ’লে
চেয়ে দেখি; -

দোর্দণ্ড আকাশে ,
আমার অভিমান আজ-ও রয়েছে ঝুলে , -
পাশে তার সহস্র-ধারা মেঘ
আর সকালবেলা ভাসে ।