(এক কালবৈশাখী বিকেলে , রবীন্দ্র সরোবরে , বাজ পড়ে মৃত প্রেমিক-প্রেমিকা দের কথা মনে রেখে…… )
তোমার বুকের পাশে রেখেছি
মোমবাতি হৃদয় ;
দেখো, যেন তাপ না লাগে ।
হাতের তীক্ষ্ণ ছোঁয়ায় সরিয়ে
নিয়েছি আমার মন ;
দেখো, কিছু মনে না পড়ে ।
এখনও বৃষ্টি হ’লে জানলা-র কাছে যাই
এখনও বর্ষাকালে, - কলেজ পালাই …
দেখে, দেখে , পা ফেলো -
পারলে, - হাত ধরো ;
ভিজে যাওয়া চুল, কপাল
থেকে সরিয়ে রাখো;
কানের ও পাশে ।
আবছা গাছের নিচে দাঁড়িয়ে ,- ওরা কারা ?
হাজার ডাকলে-ও ,
দেবে না আজ সাড়া ।
বিদ্যুৎ পৃষ্ঠ ঠোঁট , আর -
বিদ্যুৎ পৃষ্ঠ চোখ ,
বিদ্যুৎ ঝ’রে যায়, নিটোল-অধর –
এ-হাত আঁকড়ে আছে, -
ও-হাত গোপনে ,
গোপনে গোপন্ কথা,-
অঙ্গে মিশেছে ।
ভিজে যাওয়া চুল , - সরিয়ে রাখো
কানের ও পাশে ,
পারলে হাত ধরো –
সরে এসো এদিকে ;
তোমার ভিজে ঠোঁটের পাশে , -
রেখেছি ঠোঁট ,
মোমবাতি হৃদয় ,
আমার মন ;
দেখো , যেন তাপ না লাগে
দেখো, কিছু মনে না পড়ে ……