নীল সাদা ভোর
- স্বপ্নে ডুরে শাড়ি
রাতের পাখি , উজিয়ে এলে –
ঘোষ-পুকুরের বাড়ি ?
যেখানে আজ কলমিলতা
পাতাঝাঁঝির সাথে
আসন পাতে শান্ত জলে
গল্প-মুখর ঘাটে ।
অন্য দেশের রাত আর
অন্য দেশের হাওয়া
পিঠ-খোলা চুল - যমজ-চাঁদ,
আলতো ঠোঁটে – চাওয়া ।
এতদিন পর পুকুর ধারে
এতদিন পর ভোর
এতদিন পর আকাশ-বাতাস –
আজান-ভাঙা সুর ।
ঘুম ভেঙে যায়,
সুরের হাওয়া
পাতায় পাতায় – গান ;
এতদিন পর
এই মেয়ে সেই -
দ্বিতীয় প্রকৃতি হয় ।
দ্বিতীয়-প্রকৃতি – প্রকৃতির মেলা
ফুলে ফুলে গান বাজে;
সুন্দর এই -
দ্বিতীয় -প্রকৃতি
এতদিন পর ঘাটে !
ভোরবেলা তুমি , একা দিন-রাত
আলোয় উঠছ ফুটে !
একবার সে, চোখ তুলে চায়
দীঘির মত ভুলে ।
কত কালের দীঘি, - আর
কত কালের জল
কত কালের মন কেমন
আঙুল-ছোঁয়া ভুল –
জলের সাথে উথাল পাথাল
জলের সাথে – রাত
জল-তরঙ্গ হাওয়ায় হাওয়ায় -
“ আর দু-দণ্ড থাক্ ” ।
পলাশ তুমি আদর জানাও
শিশির ভেজাও ঘাসে –
এইবার সে ঘরে ফিরবে
রাত-পোহানো র সাথে …
ফাঁকা ক্যানভাস -
ফাঁকা থেকে যায় ;
ফাঁকা থেকে যায় - আলো ,
কোথাও কোনও ছায়া পড়ে নেই
একটা – দুটো কালো ।
সেই মেয়ে আজ ঘুমিয়ে কাতর
সেই মেয়ে আজ জেগে ;
ক্যানভাস শুধু হারিয়ে গিয়েছে
হাজার বছর সাথে –
হাজার বছর হারিয়ে যায়
হাজার বছর ফেরে
হাজার বছর জন্ম নিয়েছে
হাজার বছর থেকে –
মোনালিসা আজ ঘুমিয়ে আছে ;
মোনালিসা আজ জেগে ?