জলের সাথে ঝরে যাচ্ছে জল-রঙ্ ...
মনের সাথে মন ...... 


কিছু কি বাকি ছিল ? 
কিছু কি বলিনি ,
 সেই দিন ? 

দিনের সঙ্গে দিন
রাতের সঙ্গে রাত
সমুদ্র ফুঁসে ওঠে 
প্রেম পুড়ে খাক  !

 
জলের সঙ্গে ঝড়বৃ্ষ্টি 
এ-পাড় ভেসে যায় ;
ও পাড়ে ওই নৌকো, মাঝি  
জল-তরঙ্গ গায় ঃ 
                      " - মাঝি তুই বৃষ্টি-পাগল                        
                        - মাঝি-ই তুই ভয় ?                         
                        - জলের মধ্যে জল ভরে দ্যাখ্ !                         
                        -মনের মধ্যে মন । " 



-জলের সাথে জল ভেসে যায়
- জলের সাথেই রঙ ?