হঠাৎ বাথরুমে আবছা কেউ ডেকে  ওঠে  ‘ওই’

আমি ট্যাপ্ বন্ধ করি
শান্ত হয়ে কান পাতি

তবে কি মেয়ের কিছু হল ?  দমকা বমি ?
তোমার পিরিয়ড হলে পেট ব্যথা থাকে ,
তুমি কি কাঁপছ ? কোন মারাত্মক শক্ ?

আমি আস্তে আস্তে নিজস্ব পথে এসে দাঁড়াই দরজার সামনে

শান্ত হয়ে শুনি আবার;
কেউ কি ডাকল ?
রুদ্ধ গলায় , ও ই ই ?

নবে্ হাত  রাখি। ভয়ে ভয়ে ঘুরিয়ে দি।
ক্যাচক্যাচ শব্দ একটা ওঠে ,

চেয়ে দেখি ,
বিস্তীর্ণ এক নদী শুয়ে আছে
তুমি চলেছ নিশ্চিন্ত এক  স্বপ্নের দেশে
পেছন পেছন মেয়েটা
                                  একটা আস্ত স্বপ্ন হ’য়ে ।