তোমায় এখন সবাই চেনে, নাম দিয়েছে - তিলোত্তমা।
ওপর থেকে হাসছো তুমি, ভাবছো, করবে কি ক্ষমা ?
তোমার জন্য, মানুষ পথে নেমেছে, রাত দখল করতে;
শাসকদলও ভয় পেয়েছে, নারাজ যদিও গদি ছাড়তে।
মৌনমিছিল, মোমবাতি মিছিল হলো তো অনেক কিছুই;
মফঃস্বলের অলিগলি ছাড়িয়ে, সামিল হয়েছে বিদেশবিভুঁই।
জেরার পর জেরা চলছে, হাই কোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্ট,
বিভেদ ভুলে এক সুরে গলা মিলিয়েছে, মহানবেঙ্গল জোট।
বিচার পাওয়া বাকি যে এখনও, যেতে হবে আরো অনেকদূর;
প্রমান-লোপাটে মেতেছে পুলিশ, চলছে হাসপাতালে ভাঙচুর।
ভেবোনা তুমি, মানুষ জেগেছে, আওয়াজ তুলছে আজ সবাই,
দেখো; আঙ্গুল উঠিয়ে বলছে "রাজা, তোর কাপড় কোথায় ?"