প্রিয়, আজও আছো তুমি, মনের কোনো এক গহীনে, একইভাবে -
অনুভূতির বহিঃপ্রকাশ থমকে গেছে মাত্র, যোগাযোগের অভাবে ।
ভুল কে ছিলো, জানিনা আজও, আমি, নাকি তুমি, নাকি সময় ?
ভালোবাসাকে ছাপিয়ে প্রকট হয়ে উঠেছিল, হারিয়ে ফেলার ভয় ।।
জীবনস্রোতে - ভাসছি আমি, ভাসছো তুমি, আর ভাসছে বাকি পৃথিবী,
কখনো অনুকূলে, কখনো বা প্রতিকূলে - চাইছি মেটাতে জীবনের দাবি ।
ভালোবাসতে ভুলিনি, আজও অলীক সব স্বপ্ন সাজায় দুচোখ - একইভাবে,
স্মৃতির পাতায় থেকে গেছে সেভাবেই সব; শুধু তুমি নেই, আজ স্বভাবে ।।
হয়তো বা কোনোদিন দেখা হবে দুজনের, চেনা এক রেলগাড়ির কামরায়,
স্মৃতি-মন্থনে খুঁজে পাবো আবারও, আমাদের ফেলে আসা পুরোনো অধ্যায় ।
থাকবে না যদিও, কোনো অভিযোগ-অনুযোগ, রাগ-দুঃখ, আনন্দ-অভিমান,
হাতে-হাত না থাকলেও, বাঁচিয়ে রাখবো ফেলে আসা চাওয়া-পাওয়ার সম্মান ।।