মন খুঁজে যাই সারাটাক্ষন, মনের মতো মন ;
মনের চাহিদা মেটাতে আজ, তোমায় যে প্রয়োজন।
ছিলো যা-যা গোপন আমার, না বলা যত কথা ;
বলবো তোমায়, একে একে সব - সুখ দুঃখের গাঁথা ।।
হাঁটতে চাই অনেকটা পথ - একসাথে হাত ধরে ,
নতুন এক সকালের সাক্ষী হবো দুজনে, কাকভোরে ।
নতুন দিনের নরম আলোয়, রঙিন হয়ে উঠবে চারিদিক ;
মনের মাঝে ফুটে উঠবে - মন-পলাশ মন-মাফিক ।।
পলাশের আগুনে পুড়বো দুজন - বইবে দখিনা বাতাস ;
চোখের ওপর তাকিয়ে দেখো, আমার চোখেই জলোচ্ছাস।
আকাশে মেঘেদের মিছিল জানান দেবে ঝড়ের পূর্বাভাস ,
তোমার চোখের গভীরে দেখেছি আমি, আমার সর্বনাশ ।।