রংবেরঙের স্বপ্নমাখা দেশে, মন হারাতে চায়,
অলীক ভাবনায় বিভোর, আমার দিন কেটে যায়।
দিন আসে, দিন যায়, আরও এক নতুন দিনের খোঁজে---
ফেরারী মন, ঘুরে ফিরে আবার, নতুন রঙে সাজে।
নতুন রূপে, নতুন ভাবে, স্বপ্নের মায়াজাল সাজাই;
মায়াজালের রঙের ছোঁয়ায়, বারবার নিজেকে হারাই।
জানিনা কবে আবার, ভাবনা স্বাধীন হবে, কিভাবে;
লকডাউনের বদ্ধ ঘরে, বাঁচার আশা জোগাবে।
দিন ফুরাবে রাতের আশায়, রাতের পরে নতুন সকাল,
অপেক্ষায় থাকবো আমরা, কাটিয়ে দেবো ঠিক এই আকাল;
মিষ্টি সকালের ঠাণ্ডা হাওয়ায়, ঝিকমিক করবে রোদ;
যেদিন, পৃথিবী শান্ত হবে, মিটবে তার সব প্রতিশোধ।।