জীবন, তুমি আমায় অনেক কিছু শেখালে ---
চড়াই-উতরাই পেরোনোর সাহস ও তুমি জোগালে ।
নতুন লাগে, নিজেকে, যখন নিজের ভুল থেকে শিখি ;
নিজের ভুলের মাশুল তখন, নিজেকে পেতে দেখি ।।
ওলট-পালট হয় আবার সব - পুরোনো চাওয়া পাওয়া ;
হালকা করে তোলে খুব, অচেনা-অজানা এক হাওয়া ।
জটিল যতো সব ধাঁধার মুক্তি যেন, শুধু তোমার ই হাতে ;
কত সহজে তুমিই পারো, না-পাওয়া সবকিছু ভোলাতে ।।
তুমিই চেনালে, ভালোবাসার আলাদা নতুন এক মানে ;
তুমিই শেখালে, ভালোবাসা ভালোবাসাতেও জানে ।
শিখছি রোজ, তোমার কাছে, একটু-আধটু কতো কি -
জীবন, তোমায় যে এখনও, অনেকটা ভালোবাসা বাকি ।।