আমিও কারো রূপকথা হবো ;
নীলপরীর বেশে তার স্বপ্নে আসবো,
জাদু কাঠির ছোঁয়ায় তার ঘুম ভাঙাবো ।।
আমিও কারো রং তুলি হবো ;
মোনালিসা নাই বা হলাম ---
তার রঙে আমি না হয়, আমিই হবো ।।
আমিও কারো কবিতা হবো ;
তার সুনিপুণ কৌতুক - রসবোধ মাখা,
শ্রুতিমধুর কথামালায়, প্রানবন্ত হয়ে নাচবো ।।
আমিও কারো গল্প হবো ;
ছোটো কোনো পার্শ্ব চরিত্রে নই,
তারুণ্যের উচ্ছ্বাসে, গল্পের প্রাণকেন্দ্রে বাঁচবো ।।
আমিও কারো প্রথম প্রেম হবো ;
বাঁধন ছাড়া পাখিদের মতো একসাথে,
খোলা আকাশে এলোমেলো উড়ে বেড়াবো ।।
আমিও কারো সখের বাগান হবো ;
ডালিয়া, গোলাপ, গন্ধরাজ না হয়ে,
বেল, জুঁই, শিউলি, আর বকুল হয়ে ফুটবো ।।
আমিও কারো রাতের আকাশ হবো ;
একফালি চাঁদ আর লক্ষ্য তারাকে সাক্ষী রেখে,
নীল ধ্রুবতারা হয়ে, তাকে কতশত প্রশ্ন করবো ।।
আমিও কারো একলা দুপুর হবো ;
চিলেকোঠার ওই ছোট্ট ঘরের কোণে ,
তার প্রিয় ডায়েরি-র পাতায় আঁকিবুঁকি কাটবো ।।
সবশেষে আমি, আমারই হবো ;
যে আমিতে, শুধু আমিই থাকবো ভরপুর,
থাকবে না, কোনো না পাওয়া, একাকিত্বের সুর ।।