গোধূলির ওই সাঁঝের বেলায়, সবাই যখন ঘরে,
খুব দেখতে ইচ্ছে করে মা, তোমায় বড্ড মনে পড়ে ।
দূরত্ব টা অনেক বেশী, যাওয়ার পথ যে নেই,
ভিডিও কল দেখাই বটে, ছোঁয়ার সাধ্য কই ?
তোমার মেয়ে অনেক দূরে, ব্যস্ত এক শহরে;
কাজের নেশায়, শখের পেশায় হন্যে হয়ে ঘোরে ।
জানো মা গো, এই শহরে উঁচু সব বাড়ি, অনেক বেশী আলো,
আলো-ঝলমলে সকালে তবু; বাড়ির উঠোন টাই ছিলো ভালো।
নিজের বাড়ি ছোটো হলেও, অনেক বেশি সুখ;
ঝাঁ-চকচকে উঁচু ফ্ল্যাটে, নেই যে চেনা সব মুখ।
তোমার মেয়ে অনেক জেদী, আর একটু শুধু লাজুক;
স্বপ্ন যে তার আকাশ-ছোঁয়া, এভাবেই বেড়ে উঠুক ।।
চিন্তা নেই মা, খুব শিগ্গির, আসবো আমি চলে;
জড়িয়ে ধরে তোমায় মা গো, রাখবো মাথা কোলে ।।