দিন বদলায়, রাত বদলায়, সময় এগিয়ে চলে, তার আপন ছন্দে;
বদলাতে থাকে জীবনের সব রঙও,নতুন বসন্ত আসার আনন্দে।
রঙের প্লাবনে, আনন্দ জোয়ারে ভেসে যায়, সুখ-দুঃখের তরী;
প্রিয়জনের মধুর আমন্ত্রণে, মিলনের তরে, সকলে আমরা ফিরি।
উৎসব আসে, উৎসব যায়, ক্ষণে ক্ষনে বদলাতে থাকে জীবনের রঙ,
কখনও সাদা, কখনও কালো, আবার কখনও আগুনরাঙা পলাশের ঢঙ;
শিমুল-পলাশের শোভা, কোকিলের মিষ্টি স্বর, জানায় বসন্তের আভাস;
উঠল-পাতাল করে মন, শুধু পেতে চাই, প্রিয়জনের আবিরমাখা সুবাস।
ইন্দ্রধনুর সাতটি রঙের ডানায় ভর করে উড়তে থাকে অবুঝ মন,
খোলা আকাশের আবির সাজানো পথে, হারাতে চাই যেন সর্বক্ষণ।
দোল-পূর্ণিমা, নানা রঙের ছোঁয়ায় হয়ে ওঠে মহামিলনের উৎসব,
রাধা-কৃষ্ণের যুগল মূর্তির দোলায়, নিজেরাও রেঙে উঠি আমরা সব।