বন্ধু, তুই ঝড় হয়ে আসিস নি,
এসেছিলি একলা রাতের তারা হয়ে।
দিয়েছিলি সব চাওয়া-পাওয়া,
সবকিছুতেই ছিলো তোর হাত ।
নানা রঙে ভরা সেই দিনগুলোতে
ছিলো না কোনো বাধা।
বন্ধু, তুই আজ কোথায় ?
তোকে ছুঁতে চাওয়ার মুহুর্তরা,
আজো স্বপ্নে ভীড় করে আসে ।
যেদিন চোখে জল নিয়ে চলে গেলি,
সেদিন এই বুকে রক্ত ঝরেছিলো,
--- তুই দেখিস নি ।
জানিনা, কি করে কেটেছে দিনের পর দিন,
কিন্তু, জীবন গেছে কেটে বিষাক্তময়তায়;
পার করেছি, সেই শ্যওলাময় নদীর প্রবাহ ।
আজ, এতোদিন পর
আবার, আমি ফিরে চাই ।
নতজানু হয়ে বলতে চাই ...
আমি শুধুই তোকে চাই ।
শুধু প্রশ্ন একটাই ....
বন্ধু, তুই ফিরে আসবি তো ?