বেঁচে থাকাটাই আশ্চর্য লাগে
এইযে হাতের রেখার মতো মৃত্যুভাঁজ
উদ্ভ্রান্ত পথিক খুঁজে চলে তীর্থস্থান
মুগ্ধতা ছড়ানোর মতো নিখুঁত স্পর্শ
সবকিছুই মনে হয় আধোচেনা
মুখোশের আড়ালে রাখা জরাগ্রস্ত মানুষ।
হতাশ হতে নেই তবুও
যে বিষ দিয়েছ তুমি তার নাম ভালোবাসা
নরম বাতাস ধরে পকেটে ভরতে হয়
যন্ত্রণার প্যাঁচানো সীমা পেরিয়ে হেঁটে আসতে হয় মানুষের কাছে।