আমি দুঃখের কারিগর একমুঠো সুখের আশায়
সুখ কুড়িয়ে জমা করি বুকের ভেতর
নৈঃশব্দের সুরে গড়াগড়ি যাই
তুচ্ছ বিভেদে নষ্ট করি সুখের ঘর
জ্যোৎস্নার ঘ্রানে হারিয়ে ফেলি জীবনের খেই
সম্পর্কের ধুলিকণায় ঢেকে যায় নাগরিক ভোর।
কোন ভণিতা নয়, গলিত আঁধারের ঠোঁটে
চুমু খেয়ে কামনার রঙে রাঙাই বাসর
শোকাবহ বাতাসে ঢেকে গেছে আদিনাম
উপনিবেশিক অন্ধকারে ছেয়ে যায় মন
আমি হেটে যাই, ঝিঁঝি বনে কান পেতে শুনি
মেঘের শূন্যতায় ভেসে বেড়ানো সখিদের গান।
আমি দুঃখের কারিগর, ঝিমধরা দুপুরে
ব্যাকুল হৃদয়ে খুঁজি ভাতঘুম
অভিমানী ঠাঁই খুঁজি যন্ত্রণার ভেতর।