কলমের কালি ফুরিয়ে যাওয়ায় শব্দছেঁড়া কবিতার আজ বড্ড মন খারাপ
টেবিলের ওপর স্তুপাকারে পড়ে থাকা সাদা খাতারা জিজ্ঞাসু দৃষ্টিতে
যেন চাতক পাখির মতো চেয়ে থাকে কবির দিকে ।
প্রথাগত কণ্ঠস্বরে ছন্দ,মাত্রার সঠিক প্রয়োগেও ভুল হচ্ছে বার বার
কবির বুক জুড়ে তাই অনিয়ন্ত্রিত মলিন অনুভুতিরা এখন নীরবে কেঁদে হচ্ছে সারা।
আজ কবিতার মন খারাপ তাই প্রসব বেদনায় ছটফট করে না আগের মত
যেন কতোকাল ধরে কলমের সাথে সঙ্গম হয় না কবিতার,
অভিশপ্ত রৌদ্রতাপে পুড়ে গেছে বিশুদ্ধ ভালোবাসার যত পংক্তি
দুর্বিসহ নৈঃশব্দ্যের মাঝে তাই এখন কবিতার বসবাস।