নাগরিক ভালোবাসার চাঁদ ডুবে গিয়েছে মেঘের আড়ালে অনেক আগেই
ব্যস্ত শহরে বিস্ময়ে নিঃশব্দে ঝুলে পড়েছে মানবিক বোধ
জীবনের স্ক্রীনশটে দেখা ধূসর স্বপ্নগুলো ঝরে পড়ে তারা খসার মত করে
ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে থেকে কৃত্রিম আলোয় পথ দেখার চেষ্টা করে পথের টোকাই।
অজানার উদ্দেশ্যে পাড়ি জমানো অতিথি পাখির মতই নাগরিক জীবন কাটে
দুরুদুরু বুকে ভাঙ্গা বিশ্বাস নিয়ে তবু দুঃসময়ের মুখোমুখি দাঁড়িয়ে যায় বালক
ইট-পাথরের এই শহরে এতটুকুও কমেনি বৃষ্টির পরিমাণ শুধু বিদীর্ণ স্বপ্নে মরে যায় সমস্ত আবেগ।
তবুও বেখেয়ালী ইচ্ছেরা স্বপ্ন বাঁধে বুকের মাঝে
টোকাইয়ের ছেঁড়া বস্তায় কিংবা আবর্জনার স্তুপে।