শীতের দিনে ফাটা ঠোঁটে ধরে রাখি সকালের ধূমায়িত চায়ের কাপ
ঠকঠক করে কাপুনি ধরা হাতের কাপে বিস্ফোরিত চোখে দেখি তোমার উলঙ্গ মুখ
চমকে উঠার আগের তোমার কণ্ঠ দেয়াল ভেদ করে আসে
বেখেয়ালি ভোরের গানে আড়মোড়া ভেঙ্গে জেগে ওঠে আদিম মানব।
চরম বাস্তববাদী মানুষটিও নিজস্বতা হারিয়ে ফেলে সুরের মূর্ছনায়
নিস্তরঙ্গ জলাশয়ের বরফ ঠেলে মাথা করে মুক্ত বাতাস নিতে চেষ্টা করে বোকা শিংমাছ
ধূমায়িত চায়ের কাপে ঝড় উঠে না, ঝড় ওঠে আমার হৃদয়ে।
ঠোঁট ছুঁয়ে তোমার কন্ঠের স্বাদ নেওয়ার দুঃসাহস না হলেও বুঝেছি ভালোবাসার পথ কতটা জটিল
শীতার্থ ভালোবাসা আজ বেশ কায়দা করেই জেঁকে বসেছে হৃদয়ে একটু উষ্ণ হবার আশায়
আর এদিকে তোমার অস্তিত্ব জানান দিচ্ছে শীতের সকালের ধূমায়িত চায়ের কাপ।