আমি এখন জীবনের মানে খুঁজি অন্ধকার গলিতে
সুখটান দেই হাতের মধ্যে দুই আঙ্গুলের ফাঁকে রাখা আগুনে
দুঃখগুলো সব ছেড়ে হাওয়ায় বৃথাই বেঁচে থাকার চেষ্টা করি
খুব বেশিকিছু চাইনি তোমার কাছে যতোটুকু ভালোবাসা পেলে
একজন মানুষ বাঁচতে পারে ঠিক ততোটুকুই চাওয়া ছিল আমার।
তোমর কাছে অবারিত আকাশ চাওয়ার ছিল না আমার, এক টুকরো মেঘ চেয়েছিলাম
যার ছায়ায় দাঁড়িয়ে তপ্ত হৃদয়টা একটু শীতল করে নিতাম।
এখন আমার অবাক করা দিন কাটে মানুষের সুখ দেখে রাতগুলো কাটে বিষন্নতায়
একাকী আনমনে হাঁটি, হাঁটি গন্তব্যহীন জীবনের বাঁকা পথে।