ভুলে ভরা এবারের
সকল পাঠ্য বই,
কোমলমতি শিশুরা আজ
তাহলে যাবে কই।
পাঠ্য পুস্তকের ছাপা খানায়
করেই যদি ভুল
শিক্ষাখাতের দুরাবস্থার
হবে কি কুল?
সঠিক শব্দ সঠিক তত্ব
যদি না থাকে বইয়ে,
তাহলে এসব বিনামুল্যের
কি হবে বই দিয়ে।
আরোও নাই পুরো পৃষ্টা
নাই সঠিক বানান,
শিক্ষাখাতে বরাদ্ধ বেশি
সরকার কিন্ত জানান।
এসব চিত্র দেখছি আজকাল
টিবি সংবাদ নিউজে,
বাস্তব চিত্র বড় কঠিন
সংস্কারের পদক্ষেপ নেই যে।
বাড়ছে দেশের পাশের হার
শিক্ষাবোর্ডের খবর,
ভুলে ভরা পাঠ্য বইয়ে
শিক্ষা নিম্নমানের কারন।