প্রকাশ- ১৬-১১-১৭
এস এম মোখলেছুর রহমান
সুজলা সুফলা শষ্য শ্যামলা
আমার পাড়া গ্রাম,
সুপারি জাম কাঁঠালে ভরা
আরো আছে আম।
গাছ গাছালি পাখ পাখালীর
কোন অভাব নাই,
মাঠ ভরা সরষে ক্ষেতে
তালগাছ দাড়িয়ে আছে ভাই।
বাবুই পাখি বাসা বাঁধে
তাল গাছেরই ডালে,
ঝড় বাদল যতই আসুক
বাসা ভাংগেনা কভু কালে।
মাঠ ভরা সরষে ফুলে
বসে মৌমাছিদের মেলা,
গুন গুনিয়ে গান গেয়ে
করছে তারা খেলা।
পুকুর ভরা মাছ আছে
গোয়াল ভরা গরু,
পালান ভরা সবজি আছে
ঝাংলায় ঝিঙ্গে আছে সরু।
আঁকা বাঁকা মেঠো পথে
ঐ দেখা যায় গ্রাম,
ঐ খানেতেই আমার বাড়ি
পাড়া গ্রাম তার নাম।।