বুকে মোর বেধেছি পাথর,
ছাড়িনি তবু আশা।
ফিরে পাব কোন একিদন,
তোমাদের ভালবাসা।
কত আশা দু:খ লান্চনা ,
সয়েছি তোমাদের মাঝে।
ভুলতে পারিনা তবুও যেন ,
বাঁচতে চাই সবার সাথে।
সারি সারি ইট গেঁথে ,
গড়ে দালান কোঠা।
দু:খ যন্ত্রনায় জীবন আমার ,
আছে অনেক ব্যথা।
বিধাতা আমায় দিয়েছে শক্তি ,
শত সহস্র দু:খ সহিবার।
চাইনা আর কিছু বিধাতার কাছে ,
দিও শুধু সমাজে কিছু করিবার।
বাঁচব আমি সবার মাঝে ,
রেখে যাব স্মৃতি।
স্বরন হয়ে মরতে চাই ,
থাকবে যতদিন এ সুন্দর পৃথিবী।
বিধাতা যদি নাহি কর ,
মোর আশা পুরন।
ততদিন যেন না দাও বিধাতা,
আমায় তুমি মরন।
(সমাপ্ত)