পিয়াজ শেষে এবার আসলো
চাউল,লবনের গুজব,
কত সুন্দর দেশটা আমার
সবার চেয়ে আজব।
এমন সুন্দর দেশ কি তোমরা
খুঁজে পাবে ভাই?
সারা বিশ্বে খুঁজলে পরেও
দেখো কোথাও নাই।
বস্তা বন্দী গুদামে রেখে
গুজব ছড়ায় দেশে,
লক্ষ কোটি টাকা কামিয়ে
নদীতে ফেলায় শেষে।
এবার আসলো দেশে নাকি
চাউল, লবন নাই,
দেশের মানুষ ধরছে ক্ষেপা
তবে,কি খাব ভাই।
দোকানে ভিড় জমায় জনগন
চাউল, লবন দাও,
তিন চার মাসের দাও লবন
টাকা যত নাও।
পিয়াজ ছাড়া তরকারি খেলে
একটু স্বাদ কম পাই,
লবন ছাড়া তরকারি একদম
কোন স্বাদ নাই।
তাই জনগন ধরছে ক্ষেপা
দোকানে ভিড় জমায়,
কার আগে কে, নিবে লবন
বেশি কিনবে আশায়।
মজুদদারের বিরুদ্ধে কেউ
বলেনা কোন কথা,
গুলি করে উড়াবে ভয়ে
জনগনের মাথা।
একেক সময় একেক পণ্যের
গুজব ছড়ায় করে ঘটা,
দাম বাড়িয়ে কামায় তারা
পাচার করে টাকা।
এভাবে আর কতদিন চলবে বলো
আমাদের বাংলাদেশ,
জনগনের পকেট কাটা বন্ধ হবেনা
কাটবেনা কি কষ্টের রেশ..?