ঝড় বহে বৃষ্টি ঝড়ে
টিনের চালে পরে
সম সম শীলের আওয়াজ
ছন্দ তোলে তালে।
ঝড় বহে বৃষ্টি ঝড়ে
গাছের ডাল পরে
রাস্তায় চলতে ফিরতে
অন্তরে ভয় করে।
ঝড় বহে বৃষ্টি ঝড়ে
পাখির বাসা দোলে
কত পাখি ছিটকে গিয়ে
রাস্তা ঘাটে মরে।
ঝড় বহে বৃষ্টি ঝড়ে
আকাশ হতে বিদ্যুত পরে
ঘরবাড়িতে মাঠে ঘাটে
কত মানুষ মরে।