★ত্রিমাত্রিক ও ত্রিবৃত্ত ছন্দরীতির ব্যাখ্যা:(প্রথম পর্ব)
------#মজনুআহাদী
**"ত্রিবৃত্ত" কবিতার পর্ববিভাজন:-
---------
স্বরবৃত্তে পর্ববিভাজন:-
-----------------------
★তোমার পুণ্য পরশে★
(ত্রিবৃত্ত ছন্দে)
******************************
ধন্য আমার/৪ মানব-জন্ম/৪ তোমার পুণ্য পরশে;/৪+৩
তাই তো শান্তি/৪ পাচ্ছি ধরায়/৪ মগ্ন হৃদয় হরষে!/৪+৩
অন্ধ ছিলাম/৪ প্রেম-আনন্দে,/৪ প্রেমের পুষ্প-সুবাসে;/৪+৩
খুললো আত্মা/৪-চক্ষু আমার/৪ স্বর্গীয় সুখ আভাসে!!/৪+৩
বন্ধু তোমার/৪ পুণ্য প্রেমের/৪ গাই সঙ্গীত খুশিতে;/৪+৩
তোমার জন্য/৪ প্রেম-বৃক্ষের/৪ বীজ অন্তর-ভূমিতে!/৪+৩
ধন্য জীবন/৪-আত্মা আমার,/৪ স্পর্শ পেয়েছি তোমার;/৪+৩
নূর-আল্লা'র/৪ দীপ্ত-আভায়/৪ নূরানি আত্মা আমার!!/৪+৩
এসো আত্মার/৪ পুষ্প-বাগের/৪ অমীয়-বান্ধব হয়ে;/৪+৩
পঙ্কিল যত/৪ পাপের কর্ম/৪ যাবে যে নিশ্চয় ক্ষয়ে!/৪+৩
পবিত্র প্রেম/৪-যুগলবন্দী/৪ থাকবো বন্ধু অসীমে;/৪+৩
আত্মার মাঝে/৪ তোমার স্পর্শে/৪ বিমুগ্ধ হই সসীমে!!/৪+৩
সত্য তোমার/৪ পুণ্য প্রেমের/৪ দীপ্ত বাসনার মাঝে/৪+৩
সঁপে অন্তর/৪-আত্মা আমার/৪ মগ্ন যে সকল কাজে!/৪+৩
বিশ্বাস আছে/৪ অন্তর-মাঝে/৪ মুক্ত হবো দুখ হতে;/৪+৩
অনন্তকাল/৪ থাকবে আত্মা/৪ স্বর্গীয় সুখের রথে!!/৪+৩
******************************
(রচনা-০৩-০২-২০০১ইং, সোনাপাতিল, নাটোর)
কাব্যগ্রন্থ:- "ত্রিজ্যোতি"
----------*****--------
মাত্রাবৃত্তে পর্ববিভাজন:-
----------------------
★তোমার পুণ্য পরশে★
(ত্রিবৃত্ত ছন্দে)
******************************
ধন্য আমার/৬ মানব-জন্ম/৬ তোমার পুণ্য পরশে;/৬+৩
তাই তো শান্তি/৬ পাচ্ছি ধরায়/৬ মগ্ন হৃদয় হরষে!/৬+৩
অন্ধ ছিলাম/৬ প্রেম-আনন্দে,/৬ প্রেমের পুষ্প-সুবাসে;/৬+৩
খুললো আত্মা/৪-চক্ষু আমার/৪ স্বর্গীয় সুখ আভাসে!!/৬+৩
বন্ধু তোমার/৬ পুণ্য প্রেমের/৬ গাই সঙ্গীত খুশিতে;/৬+৩
তোমার জন্য/৬ প্রেম-বৃক্ষের/৬ বীজ অন্তর-ভূমিতে!/৬+৩
ধন্য জীবন/৬-আত্মা আমার,/৬ স্পর্শ পেয়েছি তোমার;/৬+৩
নূর-আল্লা'র/৬ দীপ্ত-আভায়/৬ নূরানি আত্মা আমার!!/৬+৩
এসো আত্মার/৬ পুষ্প-বাগের/৬ অমীয়-বান্ধব হয়ে;/৬+৩
পঙ্কিল যত/৬ পাপের কর্ম/৬ যাবে যে নিশ্চয় ক্ষয়ে!/৬+৩
পবিত্র প্রেম/৬-যুগলবন্দী/৬ থাকবো বন্ধু অসীমে;/৬+৩
আত্মার মাঝে/৬ তোমার স্পর্শে/৬ বিমুগ্ধ হই সসীমে!!/৬+৩
সত্য তোমার/৬ পুণ্য প্রেমের/৬ দীপ্ত বাসনার মাঝে/৬+৩
সঁপে অন্তর/৬-আত্মা আমার/৬ মগ্ন যে সকল কাজে!/৬+৩
বিশ্বাস আছে/৬ অন্তর-মাঝে/৬ মুক্ত হবো দুখ হতে;/৬+৩
অনন্তকাল/৬ থাকবে আত্মা/৬ স্বর্গীয় সুখের রথে!!/৬+৩
******************************
(রচনা-০৩-০২-২০০১ইং, সোনাপাতিল, নাটোর)
কাব্যগ্রন্থ:- "ত্রিজ্যোতি"
----***---------------
অক্ষরবৃত্তে পর্ববিভাজন:-
----------------------
★তোমার পুণ্য পরশে★
(ত্রিবৃত্ত ছন্দে)
******************************
ধন্য আমার মানব-জন্ম/১০ তোমার পুণ্য পরশে;/৮
তাই তো শান্তি পাচ্ছি ধরায়/১০ মগ্ন হৃদয় হরষে!/৮
অন্ধ ছিলাম প্রেম-আনন্দে,/১০ প্রেমের পুষ্প-সুবাসে;/৮
খুললো আত্মা চক্ষু আমার/১০ স্বর্গীয় সুখ আভাসে!!/৮
বন্ধু তোমার পুণ্য প্রেমের/১০ গাই সঙ্গীত খুশিতে;/৮
তোমার জন্য প্রেম-বৃক্ষের/১০ বীজ অন্তর-ভূমিতে!/৮
ধন্য জীবন-আত্মা আমার,/১০ স্পর্শ পেয়েছি তোমার;/৮
নূর-আল্লা'র দীপ্ত-আভায়/১০ নূরানি আত্মা আমার!!/৮
এসো আত্মার পুষ্প-বাগের/১০ অমীয়-বান্ধব হয়ে;/৮
পঙ্কিল যত পাপের কর্ম/১০ যাবে যে নিশ্চয় ক্ষয়ে!/৮
পবিত্র প্রেম-যুগলবন্দী/১০ থাকবো বন্ধু অসীমে;/৮
আত্মার মাঝে তোমার স্পর্শে/১০ বিমুগ্ধ হই সসীমে!!/৮
সত্য তোমার পুণ্য প্রেমের/১০ দীপ্ত বাসনার মাঝে/৮
সঁপে অন্তর-আত্মা আমার/১০ মগ্ন যে সকল কাজে!/৮
বিশ্বাস আছে অন্তর-মাঝে/১০ মুক্ত হবো দুখ হতে;/৮
অনন্তকাল থাকবে আত্মা/১০ স্বর্গীয় সুখের রথে!!/৮
******************************
(রচনা-০৩-০২-২০০১ইং, সোনাপাতিল, নাটোর)
কাব্যগ্রন্থ:- "ত্রিজ্যোতি"
ওপরের কবিতার পর্ববিভাজনগুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে, এখানে প্রাস্বরিক রীতি মেনে চলা হয়নি!! কাজেই এটি সংস্কৃত ছন্দের ন্যায় প্রাস্বরিক বা "ত্রিমাত্রিক" নয়, এটি একটি "ত্রিবৃত্ত ছন্দরীতির" কবিতা!!
---------*--------------
ত্রিমাত্রিকের কিছু কাঠামো দিচ্ছি::-
/ চিহ্ন দিয়ে দল বা স্বর এবং // চিহ্ন দ্বারা পর্ব বুঝিয়েছি।
শুধু মুক্তস্বর দিয়ে ত্রিমাত্রিকে লেখা যায়।
মুক্ত/মুক্ত/মুক্ত/মুক্ত//
মুক্ত/মুক্ত/মুক্ত/মুক্ত//
মুক্ত/মুক্ত/মুক্ত/মুক্ত//
মুক্ত/মুক্ত
বোঝা নিয়ে/হেঁটে হেঁটে//চলি আমি/হাটে,
চারিদিকে/নীরবতা//মাঠে ঘাটে/বাটে।
স্বরবৃত্ত+প্রাস্বরিকে=>৪+৪+৪+২
মাত্রাবৃত্ত=>৪+৪+৪+২
অক্ষরবৃত্ত=>৮+৬