★সততা আজ বড় অসহায়★
-----মজনুআহাদী
(ত্রিবৃত্ত ছন্দরীতি)
******************************
নিভৃতে হায় ক্রন্দনরত সততার আজ প্রাণ;
মনুষ্যরূপ জন্তুর জিভে লোভ-আগ-লালা ঝরে!
কলুষাগ্নির মধ্যে আজকে সততার গুণ মরে;
কেউ কি সত্য বন্ধুর মত রাখবে না শুভ মান?!
সত্যের পথে গর্দান দিতে রাজি আজ কারা বলো?
ভুলে ভ্রান্তির সমগ্র পথ গেয়ে যাবো শুভ গান!
ডাকছি বন্ধু সত্যের দ্বারী, পাপে-শাপে ছোড়ো বাণ;
জ্বালাও সত্য পথের দীপ্তি, সততার মতে চলো!!
সত্যের বাণী গুপ্ত কোঠায় লুকায়িত ক্যান আজ?
মনুষ্য ক্যান বিষাক্ত-ন্যায় ফুটাবো বিষের হুল?
মিথ্যের পথে চলতে ঘৃণ্য করবো কেন রে ভুল?
পাচ্ছি না ক্যান কোনই লজ্জা করতে কলুষা কাজ?!
নেই যে সত্য পৃথ্বীর বুকে, পাপ-ধারা উছলায়;
পাতকপূর্ণ ধরিত্রী আজ, শেল হানে বুকে হায়!
মনুষ্য-রূপ সৃষ্টির আছে নানারকম যে দায়?
উঠছে ঝঞ্ঝা ধ্বংস-নেশায় জাগো আজ সততায়!!
জরায় বিদ্ধ সত্যের গুণ মরণদশায় বন্দী?
জাগ্রত হও মনুষ্য সব করতে সত্যে সাধন!
করবো মিথ্যা সত্যের তেজ-অগ্নিতে আজ দহন;
পৃথ্বীর মাঝে আনতে শান্তি করবো ন্যায়ের সন্ধি!!
******************************
(রচনা-২৬-০৫-১৮)
গ্রন্থ: ত্রিবৃত্তে রচিত"বৃত্তালংকার"