★প্রিয় বাংলাদেশ★
-----#মজনুআহাদী
(ত্রিবৃত্তে ত্রয়ী কাঠামো)
***************************
রূপ-লাবণ্যে বিস্ময়ভরা প্রিয় বাংলার ভূমি;
উর্ধ্ব আকাশ, সমুদ্র-নদ-পবিত্র পরিবেশ।
শত্রুরা সব লুণ্ঠন-লোভে করে যে ঘৃণ্য ছল;
বন্ধুকে দেয় বিষাক্ত হুল, তীক্ষ্ণ সে হলাহল
করতে ধ্বংস শুভ বন্ধন, স্বর্গীয় সু-আবেশ!
সতর্ক তাই হও বাঙ্গালি, সত্যকে দাও চুমি!!
শত্রুরা সব সর্পের ফণা তুলে গর্জন করে;
চায় গোগ্রাসে গিলতে বাংলাদেশের পুণ্য মাটি!
শত্রুরা আজ হিংস্র খেলায় জাহান্নামের রথে
চায় বাংলার মনুষ্যদের নিতে ধ্বংসের পথে!
বাংলাদেশের ক্ষেত্র-আকাশ স্বর্ণের চেয়ে খাঁটি;
করবো যুদ্ধ শত্রুর সাথে দেশপ্রেমটা ধরে!!
বাংলায় আছে অমূল্য ধন-সম্পদ রাশিরাশি;
করবো পুণ্য কর্মের দ্বারা সদ্ব্যবহার তাকে!
বিশ্বের মাঝে উন্নত দেশ হবে যে বাংলাদেশ;
শান্তির ধারা বইবে বঙ্গে, কষ্ট হবে যে শেষ!
করবো দীপ্ত বঙ্গমাতার প্রকৃত রূপটাকে;
অন্তর দিয়ে বাংলাদেশকে সত্যই ভালোবাসি!!
তাই হে বঙ্গ-সন্তান আজ জাগ্রত হও সবে;
সত্য মধুর দেশপ্রেমের গাও সঙ্গীত আজি!
সকল শত্রু হবেই ধ্বংস নিস্তার না যে পাবে;
জাহান্নামের পুঁজ-সমুদ্রে ঘৃণ্য সে জল খাবে!
শত্রুর বুকে বুলেট বিদ্ধ করতে বন্ধু রাজি
আজ প্রতিজ্ঞা-বদ্ধ ক'জন দীপ্ত ছোঁয়ায় ভবে?
*****************************
(রচনা:-১১-১২-১৮, দোহাজারী, চট্টগ্রাম)
(কাব্যগ্রন্থ:-"ত্রিজ্যোতি")
"ত্রিবৃত্ত" ছন্দরীতিতে লেখা