★মধুমাখা হাসি★
#মজনুআহাদী
(ত্রিবৃত্তে সনেট)
****************************
মুক্তোভরা ঝর্ণাধারা ঝরে যে হাসিতে;
বিমুগ্ধ এ আত্মা প্রিয়া তব মায়া দেখে!
রক্তরঙা ওষ্ঠ রাখো কী প্রসূনে মেখে?
উপবিষ্ট হতে দীপ্ত এসো এ তরীতে।
ওষ্ঠ তব মিষ্ট অতি মধুমাখা হাসি,
বক্র চাঁদে অপেক্ষাতে যেন বসে আছে;
ভীমা রাত্রি দীপ্ত হয়ে ধরণীতে বাঁচে!
দন্ত হতে মতিজ্যোতি ঝরে রাশি রাশি।।
ভাসি রুদ্র সমুদ্রতে জীবনেরই নায়ে;
আত্মাতরী সজ্জিত যে শুভ প্রেমডোরে!
পবিত্র এ প্রেমাঞ্জলি গ্রহ তব ক্রোড়ে;
ধন্য করো প্রিয়ংবদা মধুভরা বায়ে!
শান্তি পাবো ওষ্ঠছোঁয়া পেলে তব আমি;
স্বর্গীয় সে প্রেমামৃত অতি মহাদামী!!
******************************
(রচনা:২৮-১২-১৭, দোহাজারী, চট্টগ্রাম)
----------------
(কাব্যগ্রন্থ:-- "ত্রিজ্যোতি")