★মাত্রাগণনা, শব্দের মাঝে ং ঃ ৎ ঙ ও থাকলে:-
--------------------------
মাত্রাবৃত্তে শব্দের মাঝে ং,, ঃ,, ৎ,, ঙ,, ও থাকলে উচ্চারণে আসলে ১ মাত্রা হিসেবে গণনা করার নিয়ম! আবার "ওয়া" থাকলেও ১ মাত্রা ধরার নিয়ম!
যেমন:
অহংকার>অ১+হং২+কার২=৫ মাত্রা
দুঃসাহস>দুস্২+সা১+হস২=৫ মাত্রা
দুঃখ>দুখ২+খো১=৩
অতঃপর>অ১+তো১+পর২=৪
উৎসাহ>উৎ২+সা১+হ১=৪
চমৎকার>চ১+মৎ২+কার২=৫
বাঙালি>বা১+ঙা১+লি১=৩ মাত্রা
বাঙাল>বা১+ঙাল২=৩
বাঙলা>বাঙ্২+লা১=৩
তলওয়ার>ত১+লো১+য়ার২=৪
সওয়ার>স১+ওয়া১+র১=৩
হাওয়া>হা১+ওয়া১=২/৩
যাওয়া>হা১+ওয়া১=২/৩
নাওয়া>না১+ওয়া২=২/৩
ং,, ৎ,, ঃ,, ঙ,, ও,,অক্ষরবৃত্তে:
অক্ষরবৃত্তে শব্দের মাঝে ং,, ঃ,, ৎ,, ঙ,, থাকলে এবং ঙ এর সাথে (া-কার,, ো-কার,, ে-কার,, না থাকলে ব্যতিক্রম ক্ষেত্র ছাড়া প্রত্যেক ক্ষেত্রেই কোন মাত্রা পাবে না!"
যেমন:
অহংকার>অ১+হং১+কার২=৪
দুঃসাহস>দুস্১+সা১+হস২=৪
উৎসাহ>উৎ১+সা১+হ১=৩
বাঙালি>বা১+ঙা১+লি১=৩
বাঙাল>বা১+ঙাল২=৩
বাঙলা>বাঙ্১+লা১=২
তলওয়ার>ত১+লো১+য়ার২=৪
হাওয়া>হা১+ওয়া১=২
"ওয়া" এর মাত্রাগণনা সম্পর্কে ব্যাখ্যা:-
-------------------------------------------------
"ওয়া" প্রথমে থাকলে যেকোন ছন্দে ২ মাত্রা, কিন্তু শব্দের মাঝে থাকলে "ওয়া" ১ মাত্রা ধরার নিয়ম!!
যেমন:- তাকওয়া
উচ্চারণে "তাকোয়া"/৩ মাত্রা সব ছন্দে,
কিন্তু "ওয়াদা"/৩ মাত্রা
ওয়ারিশ/৩ স্বর, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্তে ৪ মাত্রা
বা, "তলওয়ার" উচ্চারণে "তলোয়ার"/৩ স্বরমাত্রা,
মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্তে ৪ মাত্রা
"হাওয়া" "যাওয়া" "খাওয়া" স্বরবৃত্তে, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্তে ২ মাত্রা, তবে এ ধরণের ক্ষেত্রে কেউ কেউ মাত্রাবৃত্তে ৩ মাত্রা ধরার পক্ষপাতী; কারণ এরকম শব্দগুলো উচ্চারণের সময় "ওয়া" এর "ও" পূর্ববর্তী বর্ণের সাথে মিলে যায় না, অর্থাৎ "হাওয়া/হোয়া, "যাওয়া"/যোয়া, "খাওয়া"/খোয়া হয় না, তাই আমিও মাত্রাবৃত্তে ৩ মাত্রা ধরার পক্ষে!!