★জপি তাঁর মধু নাম★
          #মজনুআহাদী

      (ত্রিবৃত্তে ত্রয়ী কাঠামো)
****************************
পরম সত্য স্রষ্টা আমার জপি তাঁর মধু নাম;
তাঁর সে পুণ্য নামের স্পর্শে ক্বলবটা পাক করে!
ধন্য আমার মানবজন্ম তাঁর রহমত পেয়ে,
শরীর আত্মা পবিত্রতায় গেলো আজ তাই ছেয়ে;
চঞ্চুতে পাই তৃপ্তির হাসি, দুখ গেলো সব সরে;
আল্লা' আমার ভাঙলো মর্ত্যে ছিলো যত বদনাম!!

পেলাম পুণ্য শান্তি ধরায় মহা নূরের ছোঁয়ায়;
মুগ্ধ আমার চিত্ত যে আজ সাজলো মৃগের রূপে!
অমৃত-ন্যায় স্রষ্টার নাম জপে নাচছে হৃদয়;
সিদ্ধ হৃদয় পায় স্রষ্টায় হয় দেহ নূরময়!
আত্মা আমার দীপ্ত-ছোঁয়ায় সুখ পেলো পাপ-কূপে;
কৃতজ্ঞতার চিহ্ন আমার তাঁর পদেরই তলায়!!

জাগ্রত এই বিবেক-আত্মা চিনলাম মানবতা;
রক্ত-ধারায় প্রতিষ্ঠা হয় কভু কি ন্যায়-শাসন?
পাক অন্তরে ডাকলে স্রষ্টা দেন জানি পাক  সাড়া;
সর্বদা তাই ডাকি আল্লা'য় , হই আপনায় হারা!
আল্লা'র প্রেমে নিস্তার আছে, পাই যেন শুভ ধন;
সত্যের পথে এই আত্মায় নেই কোনই জড়তা!!

উগ্রতা-মাঝ নেই যে ধর্ম বিনাশ করে সমাজ;
শুভ সত্যের পন্থ হারায় মানবজাতি ধরায়!
সু-চরিত্রের ধর্ম হারায়, পশুর স্বভাব জাগে;
ভক্তিতে তাই ডাকি স্রষ্টায় বারবার অনুরাগে!
মৃত্যুর ক্ষণে দর্শন যেন মিলে এই অভাগায়;
আত্মার মাঝে মহান স্রষ্টা করুক নূরী বিরাজ!!
*****************************
বিঃদ্রঃ "ত্রিবৃত্ত ছন্দরীতি"-তে "ত্রয়ী কাব্যকাঠামো"; যা যেকোন ছন্দেই লেখা যাবে, অন্ত্যমিল হবে ''কখগগখক"
-----------------------
(রচনাঃ০৬-০৯-০৩)
কাব্যগ্রন্থ:--"বৃত্তালংকার"