কবি | মজনুআহাদী |
---|---|
প্রকাশনী | দাঁড়িকমা প্রকাশনী |
সম্পাদক | মোঃ আব্দুল হাকিম |
স্বত্ব | লেখক |
প্রথম প্রকাশ | ফেব্রুয়ারি ২০১৮ |
বিক্রয় মূল্য | ১৫০.০০ |
সমাজের অন্যায়, অবিচার, পাপাচারের বিরুদ্ধে বাঙালি জাতিকে জাগ্রত করার মানসে কাব্যগ্রন্থটি রচিত হয়েছে!
★বন্দনা★
---------------#মজনুআহাদী
************************
ওহে খোদা দয়াময় নৃপতি-দো'জাহান-
মহাজ্ঞানবান তুমি মহামহিমাময়!
তব করুণাসিন্ধুতে সদা আমি সন্তরি
চাই হতে খাঁটিপ্রাণ মহাসত্যটা বরি;
গ্রহি তোমার সে প্রজ্ঞা হয়ে সু-বিভাময়
জাগাতে চাই ধরার আছে যত ইনসান!!
ওহে খোদা, দেখো চেয়ে আজ এই ধরণী-
পাপ-সিন্ধুতে সন্তরি হায় কত মানবে
ধ্বংসিছে আপন ধর্ম ভোজে দেখি শয়তান;
হচ্ছে অতি স্বার্থপর কলুষি আত্মাপ্রাণ!
স্বার্থলাগি মেতে হায় এই নশ্বর ভবে
চুষছে শোণিত দীনের হয়ে দানব ধনী!!
পতিত এই বসুধা মহাবিপদে আজ;
জেগেছে শাসক-মনে ভীম-অরিতা টান!
পায় না দরিদ্রজন ন্যায় কোন বিচার;
হচ্ছে অপদস্থ তারা চাওয়াতে অধিকার!
নিরীহকে ফেলছে ফাঁদে যত দুর্নীতিবান;
মিথ্যাভাষে তুলছে দেখি ভয়ানক আওয়াজ!!
মেধার হচ্ছে না আজ কোনই মূল্যায়ন;
মেধা থেকেও পাচ্ছে না ভালো কোন চাকুরী
ঘুষ দিতে ব্যর্থ হয়ে দরিদ্র সুত-সুতা;
পাচ্ছে হায় বেকারত্ব নিয়ে জ্ঞান-মনুতা!
মেধাহীনে পাচ্ছে কাজ দেখাচ্ছে বাহাদুরি;
জ্ঞানীজনে করে ঘৃণা দিচ্ছে দেখি যাতন!!
ভূমে আজ এ কী হায় উঠেছে প্রভঞ্জন!
পবিত্র জ্ঞান ও পূণ্য হবে কি আজ মৃত?
ধরা কি হবে না মুক্ত পাপ-কলুষা হতে;
পাবে কি লাঞ্ছনা হায় উপকারী মহতে?
রক্ষী নেতা-নেতৃ-চক্ষু থাকবে কি সদাবৃত
রঙিন কাপড় দ্বারা ঘটাতে কু-করন?!
ওহে পাক দয়াময়, পাতকের সংহারী-
অসীম সৃষ্টিকুলের মালিক মহীয়ান!
ন্যায়দণ্ডধারী যে তুমি পরিত্রাতা পূণ্যীর,
এক আল্লাহ যে তুমি শিয়া খার্জি সুন্নীর;
জীবের পালক তুমি রাখো মানীর মান,
মহালীলাময় তুমি সর্বদা অনাহারী!!!
তোমারেই স্মরি আমি করি তাই বন্দনা
তব পাদ-পুণ্ডরিকে নশ্বর এ ভূবনে-
দাও আমায় সু-জ্ঞান দুরন্ত মহাতেজী;
অহিকাছে হতে পারি যেন বিকট বেজী!
মনুরূপী ভূজঙ্গের আঘাতিবো দশনে,
ধ্বংসিতে চাই যে আমি সকল কু-কামনা!!
ওহে খোদা- দাও শক্তি চলতে ন্যায়ের পথে,
লিখতে ন্যায়ের কবিতা অন্যায় দূরিবার;
জাগাতে মনুষ্য-ভূমে ছেড়ে অজ্ঞতা শাপ,
অানতে বেহেস্তের সুখ ছেড়ে সকল পাপ-
করছে যা আজ মানবে ভুলেতে বারেবার,
বিভক্ত করছে ধরায় সবারে নানামতে!!!
************************
(জাগো হে বাঙালি"কাব্যগ্রন্থ)
(রচনা: ০৩-০৬-০৩ ইং)
গর্ভধারিণী মা শিরীনা খাতুনের চরণকমলে
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.