চিড়িয়াখানা

পরিবারের সবাইকে নিয়ে
দেখতে গেলাম জু
নিয়ম মেনে ঢুকে পড়লাম
মন হলো মন্জু।

হরিণ বানর বাঘ সিংহ
খাঁচায় ছিল বন্দি
দর্শকেরা চলতে চলতে
দেখছে তা মনদি।

গন্ডার জিরাফ অজগর
আস্তে আস্তে চলে
কুমির হাতি জেব্রা নিয়ে
নানা কথা বলে।

মজার ছিল উল্লুক মিয়ার
উচ্চ স্বরে রব
হাস্য রসে উপভোগ করে
দর্শনার্থী সব।

নানা জাতের প্রাণী ছিল
ছিল নানা পাখি
খুশি মনে সবাই দেখে
জুড়ায় দুটি আঁখি।

দেখতে দেখতে কোন্ ফাঁকে
সময় হলো শেষ
আবেশ মনে ফিরতে হলো
লাগলো অতি বেশ।💦

৩১-জানুয়ারী-২০২৩
১৭-মাঘ-১৪২৯
০৮ রজব ১৪৪৪

বিঃদ্রঃ গত ২৮ জানুয়ারী ২০২৩ মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়
ঘুরতে গিয়েছিলাম। স্মৃতিতে সংরক্ষনের জন্য কবিতার উদ্ভব।