ভন্ডামি
মুহাম্মদ মোজাম্মেল হোসেন

পীরের নামে ভন্ডামি আর মুনাফেকি ভরা
তাদের মনে শিরক ব্যাধী ও মরুভূমি খরা।
পাপের আয়নায় পাপ দেখে ঈমান বিকিয়ে
মিথ্যা হয় বন্ধুই বটে সত্যকে খায় গিলিয়ে।
নিজের বেলায় ষোল আনা অন্যকে ফতুয়া
নারীর আঁচল ধরে টানে যেন কাকতাড়ুয়া।
নবীকে অপবাদ দিয়ে নিজেকে ভাবে খাঁটি
ধৃষ্টতাপূর্ণ এ আচরণে তার সবই হলো মাটি।
ধর্মের লেবাসে ধর্ম ব্যবসায়ী সন্দহ কি তাতে!
অন্ধ মুরিদান অন্ধ থাকে হক্ব নিয়ে নই মাতে।
এই সব পীররাই ইসলামে ঢুকিয়েছে ব্যবধান
হিংসা ভরা হৃদয়ে দরদের কোনো নাহি স্থান।
নিজেও ঠকছে অন্যকেও ঠকাচ্ছে ভন্ড পীর
মুখোশ খুলে গেছে এরা ইবলিসের এক নীড়।
সত্য সন্ধানী ফিরে আসো সত্য সঠিক পথে
আল্লাহর প্রেমে সাজো কুরআন হাদীস মতে।
তার নাই কোন ক্ষমতা কাউকে কিছু দেবার
আল্লাহই সব দেন দিতেও থাকেন বারবার।
পীরকে বলি মুরীদকে বলি স্রষ্টাকে করো ভয়
পীর মুরীদ দাবিটি মোটেই ইসলাম সম্মত নয়।
ইসলাম বলে মুসলিম না হয়ে কারো মরণ নয়
মুসলিম হলো আল্লাহর কাছে আসল পরিচয়।

মনসুরাবাদ, ঢাকা।
১৪.০৫.২০২৩