ভালোবাসার সমাজ
শশী উঠে দূর আকাশে
লাগে যেন বেশ।
রুপের ঝলক দেখে দেখে
হয় না কিছু শেষ।
মন কেড়ে নেয় রুপবতি
প্রকৃতিরই দেশ।
সবুজ শ্যামল ময়নামতি
কুঞ্জবনের কেশ।
যে জমিনে থাকো তুমি
হৃদিতারই রেশ।
যায় না মুছে থাকে বেঁচে
সবুজায়ণ লেস।
ডাগর চোখে নিত্য দেখি
মনোরম এক ছাদ।
ঘটাটোপে আবরণে
মিষ্টি মধুর নাদ।
কন্দলিয়া হয় না সেথা
মনের মতো রয়।
সুখের আবেশ আছে তথা
একজনেরই ভয়।
তাঁর ভয়েতে সবাই সোজা
কেউ করে না ভুল।
ভালোবাসার এই সমাজের
নাই যে কোন তুল।
কল্যাণপুর, ঢাকা।
১৩ সেপ্টেম্বর ২০২৩
২৯ ভাদ্র ১৪৩০
২৭ সফর ১৪৪৫