ভালোবাসার দৃষ্টান্ত
হোক না ক্যান্সার অথবা
তার চেয়ে বড় কিছু, তাতে কি!
ভালোবাসায় তো আর ক্যান্সার হয় না?
ভালোবাসা হাতছানি দেয় আমরণ,
ভালোবাসা থাকে জীবন্ত অমৃত অমর।
ক্যান্সার একটা দেহের হারিয়ে
যাওয়ার দেয় খবর, প্রেমকে নয়।
ক্যান্সার আক্রান্ত প্রিয়তম অনুপম
প্রেমিকাকে বিয়ে করে,
মানবতার দৃষ্টান্ত জাগিয়ে দিতে,
কে না চায় অমর হয়ে থাকতে?
এমনই এক প্রেমিক ক্যান্সার আক্রান্ত
প্রেমিকাকে হাসপাতালের বেডে
করলো বিয়ে। প্রশান্ত হলো হিয়ে।
জয় মানবতার, জয় হলো ভালোবাসার
তাঁর রহমত অবারিত হোক অসীম অপার
তাদের এই ভালোবাসা হোক
চিরকাল অমর অক্ষয় অমৃত।
প্রেমের সুঘ্রাণ ছড়াক বিশ^ময় অবিরত।
তাদের জন্য রইলো শুভেচ্ছা অবিরাম।
সূত্র: নয়া দিগন্ত
তারিখ: ১৫.০৩.২০২২
খবর: ‘হাসপাতালের বেডে ক্যান্সার
আক্রান্ত প্রেমিকাকে বিয়ে’