উল্টো কাজ
ওই আছে না মজার রাজা! মুখের কথা ভালো!
অন্তরে তার বিষে মাখা, সবই আঁধার কালো।
গতরেতে দামী পোশাক, দেখতে লাগে চমৎকার
প্রজাদেরকে ভালোবেসে, রাখে বেঁধে কারাগার।
প্রজার প্রেমে এত ব্যাকুল, মারতে আসে তেড়ে
মার খেলেও ব্যাথা পেলেও, যায় না রাজা ছেড়ে।
শিশুরা সব বই ফেলে, মোবাইল নিয়ে বসে,
গেইমের ফাঁদে পড়ে তারা, সারা বিশ্ব চষে।
বাবা মা মুরুব্বিদের, দেয় না মোটেও দাম,
উন্নয়নে রাজা মশাই, ঝরায় গায়ের ঘাম।
জোড়ায় জোড়ায় কথায় মাতে, কাঁধে রেখে হাত
বাবা মাকে পর ভাবে, বন্ধুর সাথে কাটায় রাত।
ভালো কথা ভাল্ লাগে না, মন্দ অতি মূল্যবান
পরামর্শ নেয় না কারো, চলে ইচ্ছামত জীবনখান।
বিশৃঙ্খলা কোথাও হলে, রাজা বেজায় খুশি হন,
মাইকের সামনে হাত নাড়িয়ে, নানান কথা কন!
বাড়াবাড়ি করতে রাজা, দারুণ সুখ মজা পান,
উল্টো পথের রাজা মশাই, এটা সেরা উপাখ্যান।
কল্যাণপুর, ঢাকা।
২৫ সফর ১৪৪৪
২২ সেপ্টেম্বর ২০২২
০৭ আশি^ন ১৪২৯