উদিত হলো মনেরাকাশে
প্রদীপ্ত এক সূর্য
দুষ্টচক্র শয়তানের বিরুদ্ধে
বাজায় রণ তূর্য।
গোপনে সুস্পষ্ট শত্রু ইবলিশ
চালায় তার তান্ডব
শক্তিমান বিশ্বাসী মনোভবানায়
রুখে তার চেষ্টা সব।
পিছলা পথে হোঁচট খায়
পড়ে গিয়ে ঠুস
ঘুরে দাঁড়ায় দুশমন তাড়ায়
যবে ফিরে হুঁস।
শীতল হয় প্রাণ সুখ অফুরান
সঠিক পথের সন্ধান
মনের পরিবর্তন করেন যিনি
ত্রিদিব অতীব মহান।