জীবনের কয়েকটি স্তর পেরিয়ে
এগিয়ে চলছে মরণে,
তারপরও অবশিষ্ট সময়টুকুতে
কাটায় খবীস কাননে।
সালাতের সময়ে করে গড়িমসি
মসজিদের দিকে যায় না,
ঘনঘোর অন্ধকারে রয় সারাক্ষণ
মৃত্যুর কথা একটুও ভাবে না।
কুরআন সুন্নাহর আলোচনা হয়
সেখান থেকে মুখ ফিরায়,
তাদের অন্তরে মোহর লাগানো
মন্দ পথেই এগোতে চায়।
আড্ডায় এমন ভাবে মগ্ন থাকে
বন্ধু-বান্ধব বেষ্টিত,
বাম হাতে চায়ের কাপ মুখে চুরুট
অহমে নয় লজ্জিত।
খারাপের সাজা দিবে মহা রাজা
তাকে থোড়াই কেয়ার?
অদৃশ্য এক শক্তি রাখে তার খবর
ভাবছে না সে ফেয়ার।
একদিন হলো তার জীবনাবসান
সব শক্তিই তার শেষ,
বিনাশ হবে সব কিছুই, কেবলমাত্র
মহাশক্তিধর চির অশেষ।
আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না
কথাটি একদম খাঁটি,
অহংকারের আগুন সব পুড়িয়ে
করে ছাঁই এবং মাটি।
কল্যাণপুর, ঢাকা।
২৯.১১.২০২১