নির্যাতিত হওয়ার পরেও যারা করতে পারে ক্ষমা
কতই না বড়ো মনের মানুষ মনটা অনুপম সুষমা।
চিত্ত যাদের কষ্টের চাদরে ছিলো নির্মম মোড়ানো
তবুও তাদের হৃদয়ে ভালোবাসা আছে যে ছড়ানো।
ক্ষমার মতো মহানুভবতা শিখিয়েছেন রসূল মুহাম্মদ
তাঁহারই অনুসরণের মাধ্যমে হতে হয় শ্রেষ্ট উম্মত।
হিংসা ও বিদ্বেষ মনে ধরে রাখা মুমিনের কাজ নয়
সংশোধনের মহৎ উদ্দেশ্যে ক্ষমাও করে দিতে হয়।
দুষ্টরা সহজে সংশোধন হতে চায় না শিক্ষা নেয় না
ফ্যাসিবাদই তাদের মূল, ধরে রকমারি নানা বায়না!
তাদের বিবেকে খতমের আবরন পড়েছে মনে হয়
রক্তের বন্যা বইয়ে দেয় অন্তরে আসে না কোন ভয়?
জনম জনম হিংস্র অপরাধীরা টিকে থাকতে পারে না
প্রবল আন্দোলনে হারায় সমুখে আসার চাঞ্চ পায় না।
বড়ো অপরাধের সাথে জড়িতদের বিচার করতে হবে
নইলে মজলুম আত্মা মারাত্মকভাবে কষ্ট পাবে তবে।
অপরাধী পরিশুদ্ধ হয়ে ভালো হোক এই করি প্রত্যাশা
প্রসারিত হোক দেশব্যাপী পবিত্র পরিপূর্ণ ভালোবাসা।

১১-০৯-২০২৪