তুই চোর
ক্ষমতার দাপটে সব খায় লুটেপুটে
তবুও উনাদের পেট ভরে না,
কলমের খোঁচাতে লোভনীয় ছায়াতে
চোরগিরি ছাড়তে পারে না।
লালসার হাতছানি ললনা অভিমানি
কিভাবে হবে পকেট ভারি!
নানা ছলচাতুরি করে শুধু কাড়াকাড়ি
বানাতে আলিসান বাড়ি গাড়ি।
শক্তির বাহাদুরি কথামালা ফুলঝুরি
আহা! কত না ভালো মানুষ?
মরুভূমি মরীচিকা পথঘাট আঁকাবাঁকা
চুরি দুর্নীতি করে রেখে হুঁস।
দিয়ে সব জারিজুরি করে হাইজাকারি
রাত গিয়ে হলেও ভোর,
থামাতে উহাদের প্রতিবাদ করো ফের
তাড়াতে অজ্ঞতা ও ঘোর।
ঘৃণা ছড়াও সবদিকে ছুটুক দিগ্বিদিকে
খুলবে না মমতার দোর,
প্রেমহীন ভাবে সজোরে বলতে হবে
তুই চোর তুই চোর।
কল্যাণপুর, ঢাকা।
২৯ সেপ্টেম্বর ২০২২
০২ রবিউল আউয়াল ১৪৪৪
১৪ আশ্বিন ১৪২৯